ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩


ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১২
ছবি: জনবাণী

ভারতের মহারাষ্ট্রে মধ‍্যরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। এতে আহত হয়েছে ২৩ জন।


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৫ অক্টোবর ) রাত সাড়ে ১২ টায় দুর্ঘটনাটি ঘটেছে ছত্রপতি শম্ভজিনগর এলাকায়। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল মিনিবাসটি। বৈজাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।


তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন ট্রাকে। তারপরেই উল্টে যায় বাসটি।


আরও পড়ুন: আফগানিস্তানে ফের ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


একেবারে দুমড়ে মুচড়ে যায় সেটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন তাঁরা। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসকরা ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন।


বাকি আহত ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ‍্যে ৫ জন পুরুষ, ৬ জন মহিলা ও ১ জন শিশু ছিল। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


জেবি/এসবি