গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি
এখন রাফাহ সীমান্ত ক্রসিং পুরোপুরি বন্ধ রয়েছে। ১০ অক্টোবর তোলা ছবি- এএফপি

দশ দিন ধরে চলছে ইসরাইল- হামাস সংঘাত। এর মধ্যে সোমবার (১৬ অক্টোবর) ৫ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।


প্রতিবেদনে বলা  হয়, এদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) যুদ্ধবিরতি শুরু হবে। এই সময় গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেয়া হবে। যুদ্ধবিরতির সময়ে মিশর সীমান্ত দিয়ে গাজায় থাকা বিদেশিরা বের হতে পারবেন এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছানো যাবে।


ইসরাইল-হামাস সংঘাতে ধসে পড়েছে শত শত বাড়ি ও ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকে। হাসপাতালে লাশের সারি। নিরাপদ আশ্রয়ের’ খোঁজে দিগ্‌বিদিক ছুটছে লাখ লাখ মানুষ। চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, ফুরিয়ে আসছে খাবার। ২২ লাখ মানুষের নগরী ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন এই পরিস্থিতি।


এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোতে একদিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এতে করে ঝুঁকির মুখে পড়তে পারে হাজার হাজার রোগীর জীবন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।


আরও পড়ুন: গাজা পুনর্দখলের ইচ্ছা নেই: ইসরাইল


প্রতিবেদনে বলা হয়, গাজার হাসপাতালগুলোতে যে পরিমাণ জ্বালানির মজুদ রয়েছে তাতে আর মাত্র ২৪ ঘণ্টা কাজ চলতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। জাতিসংঘের মানবিক কার্যালয় তার ওয়েবসাইটে বলেছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে ব্যাকআপ জেনারেটর বন্ধ হয়ে গেলে গাজার হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।


আরও পড়ুন: ইসরাইল-হামাস সংঘাত, নিহত ৩৮০০ ছাড়াল


এর মধ্যে গাজায় ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় কমপক্ষে দুই হাজার ৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজায় আহতের সংখ্যা নয় হাজার ২০০ ছুঁয়েছে।


অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, হামাসের হামলায় দেশটিতে এক হাজার ৪০০ জনের বেশি মারা গেছে। একইসঙ্গে ১২০ জনের বেশি ইসরাইলি নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র টাল হাইনরিক।


জেবি/এসবি