বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোস্পাইন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩
‘মুভ ইউর স্পাইন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব স্পাইন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে একটি সচেতনমূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করে সোসাইটি অব নিউরোস্পাইন বাংলাদেশ।
সচেতনমূলক শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু করে বটতলা, এ-ব্লক, টিএসসি,বর্হিবিভাগ-১, ২ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, নিউরো সার্জারি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মেরুদন্ড সোজা করে দাঁড়াও, না হয় জাতিকে সুস্থ রাখা যাবে না। বাংলাদেশের ৫০ লাখ লোক কোন না কোন মেরুদ-ের সমস্যা ভুগছেন। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার স্পাইনজনিত সমস্যার কারণে অপারেশন করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ১ হাজার স্পাইনের অপারেশন হয়ে থাকে।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোন রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, মেরুদ- আমাদের অমূল্য সম্পদ, মেরুদ-ের যতœ নিন। মেরুদ- আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদ- আছে বলেই আমরা হাঁটতে পারি। বাংলাদেশের ৫ লাখ মানুষ গুরুত্বর মেরুদ-ের রোগে ভুগছেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মোঃ কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।
আরএক্স/