একদিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


একদিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭৫
ফাইল ছবি

সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪৭৫ জন।


সোমবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু


এতে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩৯১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৭


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯২ হাজার ৫৪৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪৫ জন।


আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৯ জন। ঢাকায় ৮৯ হাজার ৪১৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৩ হাজার ৩৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


জেবি/এসবি