গাজায় হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় নিহত ৫০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে এ হামলা চালানো হয় বলে গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে। হামলার শিকার হাসপাতালটিতে ইসরাইলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এছাড়া বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইসরাইলের হামলার পর প্রাণ গেল ১৬ সাংবাদিকের
হামাসের গণমাধ্যম দফতর ইসরাইলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরা জানায়, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে হামলার বিষয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, “কিছুক্ষণ আগে হামলার ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
আরও পড়ুন: যুদ্ধের বিরোধিতা করে গ্রেফতার হলেন ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি গায়িকা
এদিকে, হাসপাতালে হামলার ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে, গেল ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর জানিয়েছিল উপত্যকাটির কর্তৃপক্ষ। হামলায় অন্তত সাড়ে ১২ হাজার মানুষ আহত হয়েছেন। সূত্র: আল জাজিরার