রাজধানীর প্রবেশমুখে পুলিশের তল্লাশি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ পিএম, ১৮ই অক্টোবর ২০২৩


রাজধানীর প্রবেশমুখে পুলিশের তল্লাশি
ছবি: সংগৃহীত

ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশি।


বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুই মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের অন্তত ৫টি তল্লাশি চৌকি দেখা যায়। এসব তল্লাশি চৌকিতে বাস ও যানবাহনের যাত্রীদের হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ ও যাত্রীরা। 


সকাল থেকে সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুর, মেঘনা ও ভুলতা এলাকায় এ তল্লাশি চৌকি দেখা যায়। 


আরও পড়ুন: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকাগামী প্রতিটি যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। এসময় কাউকে সন্দেহ হলে তাকে প্রশ্ন করছে পুলিশ।


আরও পড়ুন: বিআইডব্লিউটিএতে শেখ রাসেলের জন্মদিন পালন


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, “কাউকে হয়রানি নয়, দুই দলের সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় এ তল্লাশি চৌকি।”


জেবি/এসবি