হাসপাতালে বোমা হামলায় ইসরাইল নয়, বরং অন্যরা দায়ী: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইসরাইল দায়ী নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) ইসরাইল সফরে গিয়েই তিনি এমন মন্তব্য করলেন।
বাইডেন ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, “আল আহলি হাসপাতালে বোমা হামলায় আপনি নয়, বরং অন্যরা দায়ী। মনে হচ্ছে এর পেছনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে।”
তবে বাইডেন তার এই মন্তব্যের পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেননি।
বুধবার (১৮ অক্টোবর) ইসরাইল সফরে গেছেন বাইডেন। সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন: বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল
বাইডেন এমন সময় এই সফরে গেলেন, যখন মাত্র একদিন আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরাইলে। এতে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়। আহত হয় বহু সংখ্যক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
আরও পড়ুন: গাজায় হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় নিহত ৫০০
এদিকে, একই সঙ্গে হাসপাতালে হামলার জেরে জর্ডানের রাজধানী আম্মানে বাইডেনের সঙ্গে আরব নেতাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। বৈঠকে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির অংশ নেওয়ার কথা ছিল। সূত্র: আল জাজিরা
জেবি/এসবি