গাজায় নিহত বেড়ে সাড়ে ৩ হাজার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩


গাজায় নিহত বেড়ে সাড়ে ৩ হাজার
ছবি: সংগৃহীত

চলমান ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৮ জনে। এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরুদ্ধ উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে আহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে আহতের সংখ্যা ১৩ শতাধিক।


এদিকে, অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে গেছে। সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।


আরও পড়ুন: গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহদের মধ্যে দুই তৃতীয়াংশই শিশু। বাকিদের বেশিরভাগই নারী। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে এক হাজারের বেশি শিশু রয়েছে।


আরও পড়ুন: হাসপাতালে বোমা হামলায় ইসরাইল নয়, বরং অন্যরা দায়ী: বাইডেন


মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা এক সংবাদ সম্মেলনে “চলমান ইসরায়েলি আগ্রাসনের গুরুতর পরিণতির” ওপর জোর দেন। আল-কেদরা জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর সংঘটিত গণহত্যার ধারাবাহিকতা জাতিগত নির্মূলের মতো কাজ এবং এটি ফিলিস্তিনি অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।


জেবি/এসবি