Logo

ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের উপহার দিয়ে গেলেন রোনালদিনহো

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৩, ০৩:০৯
58Shares
ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের উপহার দিয়ে গেলেন রোনালদিনহো
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্রাজিল ফ্যানদের ভালোবাসায় সিক্ত করতে ‘ক্রিয়েশন ওয়ার্ল্ড’ -এর এই আয়োজনে সহযোগী হওয়ায় 'ফ্যানফেয়ার' গর্বিত।

বিজ্ঞাপন

বাংলাদেশে পা রেখে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ম্যাজিক্যাল নাইটে ফুটবল ভক্তদের সাথে দেখা করেছেন রোনালদিনহো। নিজের সেরা সময়ে দুপায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মোহিত করে রেখেছিলেন তিনি। ব্রাজিলিয়ান এই তারকার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে অন্যরকম দুর্বলতা এবং ভালোবাসা। এই আয়োজনের এসোসিয়েশন স্পন্সর ছিল দেশের প্রথম সোস্যাল প্ল্যাটফর্ম 'ফ্যানফেয়ার'। 

অনুষ্ঠানকে কেন্দ্র করে ফ্যানফেয়ার প্রত্যেক দর্শনার্থীর জন্য শুভেচ্ছা উপহারের আয়োজন করে। রোনালদিনহো ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এসময় রেখে যান তার স্বাক্ষর করা জার্সি ও বল। ম্যাজিক্যাল নাইটে রোনালদিনহোর স্বাক্ষর করা জার্সি ও বল গ্রহণ করেন ফ্যানফেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রাজীব হোসেন এবং চিফ স্ট্রাটেজি অফিসার শওকত আহমেদ সিদ্দিকী। এমডি রাজীব হোসেন বলেন, “রোনালদিনিহোর বাংলাদেশে আসা দেশের ফুটবলের জন্য বড় একটি পাওয়া। 'ফ্যানফেয়ার' ভবিষ্যতে সুযোগ পেলে আরও বেশি খেলাধূলাপ্রেমীদের সাথে কাজ করতে চায়।”

বিজ্ঞাপন

বাংলাদেশি ব্রাজিল ফ্যানদের ভালোবাসায় সিক্ত করতে ‘ক্রিয়েশন ওয়ার্ল্ড’ -এর এই আয়োজনে সহযোগী হওয়ায় 'ফ্যানফেয়ার' গর্বিত। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে আছে প্রায় ১ মিলিয়ন ব্যাবহারকারী, যারা প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট শেয়ার করছেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফ্যানফেয়ার নতুন ও দারুন একটি মাধ্যম।

বিজ্ঞাপন

ফ্যানফেয়ার ব্যাবহারকারীরা ভিডিও শেয়ার করে কোয়ালিটি কন্টেন্টে পাচ্ছেন পয়েন্টস আর সেই পয়েন্টস ব্যবহার করে তারা ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে অ্যাপ থেকেই অনলাইনে পণ্য অর্ডার করতে পারছেন। অন্যদিকে ফ্যানফেয়ার অ্যাপে প্রতিনিয়ত চলতে থাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও, কুইজ, পোল সহ নানান কন্টেস্ট, যেখানে ব্যবহারকারীরা অংশগ্রহন করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরষ্কার।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খুব শীঘ্রই ফ্যানফেয়ার অ্যাপে ১টি কনটেস্ট শুরু হবে যেখানে অংশগ্রহণ করে অ্যাপ ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন রোলনদিনিহোর স্বাক্ষর করা ফুটবল ও জার্সি।  ক্যাম্পেইনটি সম্পর্কে আপডেট পেতে এখনই 'FANFARE' অ্যাপ-টি ডাউনলোড করে রাখতে পারেন।  অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে ও আইওএস স্টোরে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD