সাইফুল বারীর কথায় দৈনিক জনবাণীর থিম সং গাইলেন শাহজালাল শান্ত


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩


সাইফুল বারীর কথায় দৈনিক জনবাণীর থিম সং গাইলেন শাহজালাল শান্ত
শাহজালাল শান্ত - সাইফুল বারী

সম্প্রতি গীতিকবি সাইফুল বারীর কথায় পাঠক নন্দিত জাতীয় পত্রিকা দৈনিক জনবাণীর থিম সং গেয়েছেন কণ্ঠশিল্পী শাহজালাল শান্ত। এটি হাফিজ বাউলার সুরে সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী নিজেই।


থিম সংটি শিগগিরই দৈনিক জনবাণীর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সম্পাদক ও  প্রকাশক মোঃ শফিকুল ইসলাম (শফিক)।


থিম সং প্রসঙ্গে শাহজালাল শান্ত বলেন, দৈনিক জনবাণীর এই থিম সংটি অনেক যত্ন নিয়ে করেছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে। 


গীতিকবি সাইফুল বারী বলেন, থিম সংটি একটু ভালো করে লেখার চেষ্টা করেছি। গানে গানে দৈনিক জনবাণী সম্পর্কে সকলে জানতে পারবে বিশ্বাস করি। 


এ প্রসঙ্গে দৈনিক জনবাণীর ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ্‌ বলেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলুক দৈনিক জনবাণী, পত্রিকার সাথে সমান তালে ওয়েবে এবং ফেসবুক পেইজে, জনবাণী'র থিম সংটি ছুঁয়ে যাক প্রতিটি হৃদয়।


জেবি/এসবি