বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিবিপ্রধান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৫ পিএম, ২২শে অক্টোবর ২০২৩

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, তবে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে, সেটা চলবে।
রবিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত
ডিবিপ্রধান বলেন, “রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেব। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।”
আরও পড়ুন: নিরাপত্তা ব্যবস্থার হুমকির সৃষ্টি করলেই ব্যবস্থা: আইজিপি
হারুন অর রশীদ আরও বলেন, “রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি, সেটা চলবে। তবে তা কোনো সমাবেশকে কেন্দ্র করে নয়, এটা নিয়মিতই চলে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব
