দর্শনায় বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা, ভাই রক্তাক্ত জখম
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০২ পিএম, ২২শে অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় মন্জুরা খাতুন মিম (২৮) নামের এক গৃহবূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দা দিয়ে আঘাত করে গৃহবধূর ভাই আলমগীর হোসেনকে (৩৮) জখম করা হয়। শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
রবিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ির অদূরে একটি বেগুন ক্ষেত থেকে মন্জুরার জবাই করা মরাদেহ উদ্ধার করে পুলিশ। আহত আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দর্শনায় লাশের শরীরে মিলল ১০ কোটি টাকা মূল্যের সোনা
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা মিম ও ভাই আলমগীরকে তুলে নিয়ে যায়। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী মাঠে ফেলে রাখে। তার বোন মঞ্জুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভাই-বোন রাতভর নিখোঁজ থাকার পর সকালে তাদের বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা।
আরও পড়ুন: দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সরকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, “ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
