১ নভেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩


১ নভেম্বর থেকে স্মার্টকার্ড বিতরণ বন্ধ
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে ফের তা চালু হবে।  


সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয় বলে ইসি সূত্র জানিয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।


আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউ’র ৭ সদস্যের প্রতিনিধিদল


নির্দেশনায় বলা হয়, “মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”


আরও পড়ুন: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যেই জানিয়েছেন, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।


জেবি/এসবি