হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন
মোহন ভাগবত

অব‍্যাহত ইজরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধ। যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। এবার এই বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। 


তার দাবি, ভারত এমন সংঘাতের সাক্ষী হয়নি কখনই। যেহেতু হিন্দু ধর্মাবলম্বীরা অন‍্য সম্প্রদায়ের মানুষকে সম্মান করেন। ছত্রপতি শিবাজীর ৩৫০তম রাজ‍্যাভিষেক দিবস উপলক্ষে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন সংঘপ্রধান মোহন ভাগবত। 


সেখানেই তিনি বলেন, “এদেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সব সম্প্রদায় এবং তাদের বিশ্বাসকে সম্মান করে। এটা হিন্দুদের দেশ। তার মানে এই নয় যে আমরা বাকিদের ( ধর্মগুলিকে) প্রত‍্যাখ‍্যান করব। আপনি যখন নিজেকে হিন্দু বলছেন, তখন আর বলার দরকার নেই যে মুসলমানরা ও সুরক্ষিত। কেবলমাত্র হিন্দুরাই এটা করে থাকে। ভারতেই এটা হয়। অন‍্যরা এভাবে ভাবেন না। 


ভাগবত যোগ করেন, " সব জায়গায় সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধের কথা জানেন আপনারা। এবং হামাস- ইজরায়েল যুদ্ধ। ভারতের এমন ইস‍্যুতে কখনওই যুদ্ধ হয়নি। শিবাজী মহারাজের আমলেও আগ্রাসন ছিল।


কিন্ত এই ইস‍্যুতে আমরা কখনও কারও সঙ্গে যুদ্ধ করিনি। এই কারণেই আমরা হিন্দু।


আরএক্স/