জয়ার ‘দশম অবতার’ ৩ দিনে আয় কত?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


জয়ার ‘দশম অবতার’ ৩ দিনে আয় কত?
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজকে ফুটিয়ে তোলেন এই অভিনেত্রী। সবালীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান জয়া।


এর ধারাবাহিকতায় গেল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি বানিয়েছেন করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। আর এই ছবিতে রহস্যময় এক লুকে হাজির হয়েছেন তিনি।


আরও পড়ুন: নরওয়েতে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন ‘চিরকুট’র সুমী


এদিকে মুক্তির পর থেকে রবিবার (২২ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে টালিউডের বাংলা বক্স অফিস জানিয়েছে, ৩ দিনে এ ছবি আয় করেছে ২ কোটি রুপি।(যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)। 


 টালিউডের বাংলা বক্স অফিস আরও জানায়, অষ্টমীর দিনে ‘দশম অবতার’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি।


আরও পড়ুন: ভিসা না পাওয়ায় পিছিয়ে গেল শাকিবের ‘দরদ’!


প্রসঙ্গত, অভিনেত্রীজয়া আহসান ছাড়াও এতে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য ওযীশু সেনগুপ্তও । পাশাপাশি ছবির সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।


জেবি/এসবি