Logo

তাহসান-রোজার হানিমুনের ‘মধুর মুহূর্ত’ ভাইরাল!

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:১৯
30Shares
তাহসান-রোজার হানিমুনের ‘মধুর মুহূর্ত’ ভাইরাল!
ছবি: সংগৃহীত

বছরের শুরুতে সকলকে অবাককরে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে সকলকে অবাককরে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন এখন মালদ্বীপে। সেখানে মধুর মুহূর্ত কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।

বিজ্ঞাপন

 

হানিমুনে গিয়ে তাহসান ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠেছে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ, আনান্দ উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

বিজ্ঞাপন

ছবিতে দেখা মেলে, নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট বোঝা জাচ্ছে। লাল গাউনে সাগরপাড় থেকে অভিনেতার দিকে হাত বাড়িয়ে তাকিয়ে আছেন রোজা, সঙ্গে সঙ্গেই ‘লালপরী’ স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন অভিনেতা।

এদিন রোজার লাল গাউনের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন গায়ক। পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

বিজ্ঞাপন

তাহসান-রোজার এই রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের ভক্তঅনুরাগীরা।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা গলায় মালা দেন তাহসান খান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD