ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৭০০ এর বেশি মানুষ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩
গত ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক আপডেটে জানায়, গেল ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে। এটি সোমবার ঘোষিত সংখ্যার তুলনায় ৭০০ এর বেশি।
ইসরাই ল বলছে, “গত একদিনে গাজায় ৪০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে তাদের বিমান হামলা চালানো হয়েছে।”
আরও পড়ুন: প্রতি ১৫ মিনিটে ইসরাইলি হামলায় নিহত হচ্ছে ১ জন শিশু
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত ১২ জন ব্রিটিশ নিহত হয়েছেন বলে জানা গেছে।
সরকারের মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিনস মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে জানিয়েছেন, ১০ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।
জেবি/এসবি