গাজায় একদিনে ৭০৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩
ইসরাইলি বিমান হামলায় গাজায় একদিনে ৭০৪ ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৯১ জনে। এতে আহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৭ জনে। মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। পরে ইসরাইল হামাস-শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেই হামলা এখনো চলছে। এর মধ্যেই ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে হামলা ও গ্রেফতার বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: হামাস বিনা কারণে ইসরাইলে হামলা চালায়নি: জাতিসংঘ মহাসচিব
সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ গেছে ৯৬ জনের। আর আহত হয়েছেন এক হাজার ৮২৮ জন। সেখানে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার ছাড়িয়ে গেছে।
হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৪০৫ জন। আর আহত হয়েছেন পাঁচ হাজার ৪৩১ জন। হামাসের হাতে দুই শতাধিক লোক জিম্মি রয়েছেন।
আরও পড়ুন: মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরাইল
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, “৪০টি চিকিৎসাকেন্দ্র কার্যক্রম বন্ধ করে দিয়েছে।”
উত্তরাঞ্চলীয় গাজার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ইন্দোনেশিয়ান হাসপাতাল বলছে, আইসিইউ ছাড়া তারা সব বিভাগ বন্ধ করে দিয়েছে।
জেবি/এসবি