বাংলাদেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর: আকাশ চোপড়া


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩


বাংলাদেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর:  আকাশ চোপড়া
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া - ফাইল ছবি

চলমান ওয়ানডে বিশ্বজকাপে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করেছিল টাইগাররা। এরপর টানা চার ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্নই এখন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, দুই দশক ধরে টেস্ট খেলা একটি দলের এমন পারফরম্যান্স বিরক্তিকর।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বাংলাদেশ আবারও প্রত্যাশার চেয়ে কম পারফর্ম করা দলই থেকে গেল।”

আরও পড়ুন: অবসরের প্রশ্নে যা বললেন তামিম

ভারতের সাবেক এই ক্রিকেটারের কথায় বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গও উঠে এসেছে। তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকদের আগ্রহের প্রশংসা করছি। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।”

জেবি/এসবি