রোনাল্ডোর জোড়া গোলে কাতারের চ্যাম্পিয়নদের হারাল আল নাসের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একজন গতিময় ফুটবলার। ক্যরিয়ারে পাঁচবার ব্যলন্ডিয়র জিতেছেন এই তারকা। তার ঝুলিতে রয়েছে গতিময় ফুটবলের অসংখ্য রেকর্ড।
আল-নাসরে যোগ দেওয়ার পর ট্রফিবিহীন হতাশার এক মৌসুম কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নতুন মৌসুমে রীতিমতো উড়ছেন এই পর্তুগিজ সুপারস্টার। সর্বশেষ ৯ ম্যাচে তিনি ১১ গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। তার দল অপরাজিত রয়েছে সবমিলিয়ে ১২ ম্যাচে, এর মধ্যে কেবল একটি ম্যাচ ড্র হয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের চ্যাম্পিয়ন ক্লাব আল দুহাইলের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে আল নাসর। এদিন জোড়া গোল করেছেন রোনাল্ডো।
ম্যাচে ২৫ মিনিট পর্যন্ত আল দুহাইলের রক্ষণ ভাঙতে পারেনি আল-নাসর। কিন্তু তার পরই রোনাল্ডো ম্যাজিকে খেলার চিত্রই বদলে যায়, রোনাল্ডোর গতিময় ফুটবলের সামনে প্রথমার্ধে দাড়াতেই পারেনি কাতারের চ্যাম্পিয়ন ক্লাবটি। ব্যাকহিলে সতীর্থ অ্যান্ডারসন তালিসকাকে নিখুঁত পাস দেন রোনাল্ডো। ব্রাজিলিয়ান ফরোয়াডের্র মাটি ঘেঁষা নিখুত শটে পরাস্ত হোন গোলরক্ষক। সহজেই লিড পেয়ে যায় আল-নাসর।
তবে বিরতির পর দু’দল মিলে করেছে ৬টি গোল। ৫৬ মিনিটে নাসরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ম্যাচের ৬১ মিনিটের পেনাল্টি বক্সের বাইরে ডান দিক থেকে আসা একটি শট ধরে চোখধাঁধানো গোলটি করেন রোনাল্ডো। এর পর অবশ্য গোল পেতে সময় লাগেনি দুহাইলেরও। ৬৩ ও ৬৭ মিনিটে তাদের হয়ে পরপর দুই গোল করেন ইসমাইল মোহাম্মদ ও আলমোয়েজ আলি।
ম্যাচের ৮১ মিনিটে ফের রোনাল্ডো ম্যাজিক, বাঁ-পায়ের দারুণ এক ভলিতে তিনি বল জালে জড়ান দ্বিতীয়বারের মত। দুহাইলের হয়ে ৮৫ মিনিটে আরেকটি গোল করেন অলুঙ্গা। তখন মনে হয়েছিল ম্যাচটি রোনাল্ডোদের হাতছাড়া হয় কিনা, তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। ৪-৩ গোলের রোমঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ডোর আল নাসের।