একদিনে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩


একদিনে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭ জনই ঢাকার বাইরের বাসিন্দা।


বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে  বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৩৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৫৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। মারা গেছেন ১ হাজার ২৯৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৮৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৫০৭ জন।


আরও পড়ুন: আগামী ২০৩০ সালের মধ্যে দেশে কালাজ্বর মুক্ত হবে: ডা. বিধান


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।


জেবি/এসবি