দীর্ঘ ১৬ বছর পর কমিটি পেল বরগুনা জেলা যুবলীগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


দীর্ঘ ১৬ বছর পর কমিটি পেল বরগুনা জেলা যুবলীগ

রেজাউল করিম এটমকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সম্পাদক করে বরগুনা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়ে। সোমবার (৭মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার (৬ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হােসেন খান নিখিল এর যৌথ স্বাক্ষরে মো. রেজাউল করিম এটমকে সভাপতি ও মো. আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হলো।

আগামী একমাসের মধ্যে শূণ্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদানের কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গতবছরের ২০ ডিসেম্বর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ৬ মার্চ এ কমিটি ঘোষনা করা হয়। 

এসএ/