রাজধানীতে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৪ পিএম, ২৮শে অক্টোবর ২০২৩


রাজধানীতে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির এবং  আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন স্থান ঘুরে সকর্ক অবস্থানে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। 


সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনে, জিরো পয়েন্ট ও পল্টন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সচিবালয়ে সামনে সতর্ক অবস্থান রয়েছে র‌্যাব। এছাড়া, আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশ, গুলিস্তান ও দৈনিক বাংলা এলাকায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে, এদিন বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। পুলিশের একাধিক সদস্য জানান, দুই সমাবেশে পাশাপাশি জামায়াতের কর্মসূচির ঘোষণা থাকায় সতর্ক পুলিশ। সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করছেন বলে জানান একাধিক কর্মকর্তা।


জেবি/এসবি