ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩


ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

সকাল থেকে ৩টি বাসে আগুনের ঘটনায় কাজ করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৯ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।


সকাল সাড়ে  ১০টার দিকে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।


আরও পড়ুন: হরতাল ঘিরে নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান


এরপর তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।


আরও পড়ুন: ছাত্রদল নেতারা পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


৩ স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় টি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।


জেবি/এসবি