ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনবে ভারত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩


ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনবে ভারত
ছবি: সংগৃহীত

ভারতীয় নৌসেনা বাহিনীর জন‍্য ফ্রান্সের থেকে ২৬ টি রাফাল যুদ্ধ বিমান কিনবে ভারত। ইতিমধ্যেই সে বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। 


সূত্র থেকে জানা গেছে, গত জুলাইয়ে এই রাফাল যুদ্ধ বিমানগুলি ফ্রান্সের থেকে কেনার প্রস্তাবে অনুমোদন দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রাথমিকভাবে এগুলি সংযুক্ত করা হবে দেশে তৈরি করা যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের সঙ্গে।


সম্প্রতি প‍্যারিস গিয়েছিলেন রাজনাথ সিং। তার সেই সফরের সময়েই এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হয় বলে সূত্রের খবর। 


সূত্রে থেকে আরো জানা যায়, ফ্রান্সের সংস্থা দাসোর থেকে ২ দেশের মধ‍্যে সরকারি স্তরে এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে ফ্রান্সকে। 


সে দেশের জবাব পেলেই দাম এবং অন‍্যান‍্য বিষয় চূড়ান্ত করা হবে বলে সরকারি সূত্রের খবর। চলতি মাসের গোড়ার দিকে দিল্লি এসেছিলেন দাসোর চেয়ারম্যান এবং সিইও ইরিক ট্রাপিয়ার। 


গত জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়। যুদ্ধ বিমান এবং অন‍্যান‍্য অস্ত্র কেনা হবে ২ দেশের সরকারি স্তরে আলোচনার পর। ফ্রান্সের থেকে বায়ুসেনার জন‍্য এখনও পর্যন্ত ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত। 


বায়ুসেনার জন‍্য আরও ২ টি যুদ্ধ বিমান কেনা হতে পারে বলে সূত্রের খবর।


আরএক্স/