রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩


রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
প্রতীকী ছবি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ভারতের রাজস্থানে একই পরিবারের ৭ জন নিহত হয়ছে।


গাড়ি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটর্না ঘটে । আহত এক তরুণীর অবস্থা ও আশংকাজনক। মৃতের সংখ‍্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 


শনিবার (২৮ অক্টোবর ) গভীর রাতে রাজস্থানে হাইওয়ের উপর নওরঙ্গদেশর গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত আরও ৪ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


বাকি ২ জনের চিকিৎসা চলছে তবে তাদের অবস্থা ও আশঙ্কাজনক বলে খবর।দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। 


জনৈক গুরুবচন সিংয়ের স্ত্রী, ২ ছেলে, ২ বউমা ও ২ নাতি- নাতনির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মৃতদের নাম পরিচয় জানা গেছে। সকলেই নওরঙ্গদেশর গ্রামের বাসিন্দা। 


নিহতরা হলেন, যথাক্রমে পরমজিৎ সিং (৫০), খুশবিন্দর সিং (৩০), রামপাল সিং(৩৫), কমলদীপ কৌর (২৮), রণদীপ কৌর (৩০ ), ঋতু (১৪ ) এবং মনজিৎ (৫ )। এক কিশোর ও একশিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/