উত্তরপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩
ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১ মহিলা ও তার ২ কন্যা সন্তানের।
রবিবার ( ২৯ অক্টোবর) বিকেলে ঘটে এই দুর্ঘটনা। উত্তরপ্রদেশের মীরাটের একটি লেভেল ক্রসিংয়ে পেরনোর সময়ে দুর্ঘটনার কবলে পড়ে গোটা পরিবার। কোনও মতে রক্ষা পান মৃত মহিলার স্বামী।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা যায়, ৩ জনের মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীরাটের কাসামপুর এলাকার লেভেল ক্রসিং বন্ধ করা ছিল। কারণে সেই সময়েই ওই এলাকা পেরনোর কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। তবে লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন নরেশ নামে একব্যক্তি। ঠেলাগাড়ি নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান নরেশ। গাড়ি পিছনে বসে ছিলেন নরেশের স্ত্রী ও ২ কন্যা। সেই সময়েই গাড়ির পিছন দিকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ি থেকে পড়ে যান ৩ জন। সঙ্গে সঙ্গেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।
স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট পীযূষ কুমার সিং জানিয়েছেন, মৃত মহিলার নাম মোনা (৪০), ২ কন্যা মনীশা (১৪) ও চারু (৭)। উত্তরপ্রদেশের কংকারখেড়া জেলার বাসিন্দা এই পরিবার। আপাতত ৩টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরএক্স/