হেলমেট পরে ট্রেন চালাবেন চালকরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩
ট্রেনে পাথর মেরে যাত্রী ও লোকোমাস্টারদের (চালক) আহত করার ঘটনা নিয়মিতই শোনা যায়। এবার লোকোমাস্টারদের (চালক) ও সহকারী লোকোমাস্টারদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি সব লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের জানানো হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
নোটিশে বলা হয়, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে সকল ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো। বিষয়টি লোকোমাস্টার নোটিশ বুকের মাধ্যমে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের অবহিত করার জন্য বলা হলো।’
জেবি/এসবি