দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু নীল দলের মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ পিএম, ৩১শে অক্টোবর ২০২৩


দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু নীল দলের মানববন্ধন
নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু নীল দলের মানববন্ধন। ছবি: জনবাণী

সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ও স্বাধীনতা বিরোধী চক্র কতৃক দেশব্যাপী নৈরাজ্য, রাজনীতির নামে সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধু নীল দলের শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সঞ্জয় মুখার্জি, বঙ্গবন্ধু নীল দল ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, বঙ্গবন্ধু হল প্রভোস্ট মাসুম হাওলাদার, নীল দলের সাবেক সভাপতি ও বিশ^বিদ্যালয়ের সাবেক প্রক্টর ডক্টর উজ্জল কুমার প্রধান, বঙ্গবন্ধু নীল দলের সাবেক সাধারন সম্পাদক রফিকুল আমীন, সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক  ইমন তুকদার বাধন প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবী সংবিধান অনুযায়ী নিদিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। খাম্বা তারেকের নির্দেশে দেশে আগুন নৈরাজ্য চালিয়ে মানুষ হত্যা করছে সন্ত্রাসীরা। ১৯৭১ সালের পাক হানাহার বাহিনীর রুপ ধারন করেছে তারা। উন্নয়নশীল দেশকে তারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বাধাগ্রস্থ করছে। আমরা এই মুক্তিযোদ্ধা বিরোধী সংগঠনের নৈরাজ্য কর্মকান্ডের  প্রতি তিব্র নিন্দা প্রকাশ করছি।


আরএক্স/