প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সিকিম


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩


প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সিকিম
ছবি: জনবাণী

অক্টোবর মাসের শুরুতেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছিল ভারতের সিকিম। তবে সেই ভয়ানক বিপর্যয়ের কবল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিকিম। 


পর্যটকদের নিরাপদে উদ্ধার  করেছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। যুদ্ধকালীন তৎপরতায় পর্যটকদের উদ্ধারকার্য সম্পন্ন হয়েছিল। অনেকটাই স্বাভাবিক হয়েছে সিকিমের যোগাযোগ ব‍্যবস্থা, ধীরে ধীরে সিকিমের বিভিন্ন জায়গায় পর্যটকদের যাতায়াত চলছে। 


ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের। পূর্ব ও পশ্চিম সিকিমের খুব একটা সে রকম ক্ষতি হয়নি। পশ্চিম সিকিমের দুর্দান্ত একটি পর্যটক কেন্দ্র সিংঘিক। এই পর্যটক কেন্দ্রটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, গাড়িতে যাওয়া যায় এখানে। 


খুব সুন্দর একটি পর্যটক কেন্দ্র যা পর্যটকদের কাছে বরাবর প্রাণপ্রিয়। মূলত কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করার জন‍্য আদর্শ জায়গা তাই পর্যটকরা এই পাহাড়ি গ্রামে বেড়াতে ভালোবাসেন। 


এখানকার হোমসেট গুলো একেবারে বাড়ির মত, সিকিমের সাহেববিয়ানা খাবার পাওয়া যায়। অনায়াসে বেশ কিছুদিন নিরালায় থাকার আদর্শ জায়গা।


আরএক্স/