বিহারে নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৮


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৩


বিহারে নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৮
ছবি: সংগৃহীত

বিহারের সরণ জেলায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত নিখোঁজ ১৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।  নৌকা পারাবারের মাঝেই ঘটে বিপত্তি মুহূর্তে বদলে গিয়েছে পরিস্থিতি।


বুধবার (২ নভেম্বর) নৌকাডুবির পরেই স্থানীয়রা যাত্রীদের তল্লাশি শুরু করেন। শেষ খবর পাওয়া খবর অনুযায়ী, ৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তল্লাশি শুরু করেছে এসডিআরএফ। 


পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নৌকায় অন্তত ২৪-২৫ জন যাত্রী ছিলেন। 


জেলাশাসক আমন সমীর জানিয়েছেন, আরও উদ্ধার অভিযান চলবে। এখন পর্যন্ত নৌকা ডুবির কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নৌকায় বেশি পরিমাণ যাত্রী পারাবার করছিলেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/