পুলিশের হাতে গ্রেফতার উরফি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩
বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত, সোশ্যাল মিডিয়ায় নিজের পোশাকের জন্য ভাইরাল হওয়া উরফি জাভেদকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন নারী পুলিশ।
সেখানে আরো দেখা যায়, একটি কফি শপ থেকে ২ মহিলা অফিসার উরফির হাত ধরে গাড়িতে উঠাচ্ছেন। এমনকি ভিডিওতে শোনা গেছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা ও করছেন, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে? তাহলে কি বোল্ড পোশাক পরার জন্যই এই গ্রেফতার? নানা সময়ই নানা রকম ভিডিও আপলোড করে থাকেন উরফি। বেশির ভাগ সময়ই আজব ফ্যাশনের জন্যই উরফির ভিডিও হয় ভাইরাল।
নেটিজেনরা মনে করছেন, এই ভিডিওটিও উরফি করেছেন মজার ছলে। কেন না এখনও পর্যন্ত মুম্বাই পুলিশ বা উরফির কাছ থেকে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কি কান্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন। তবে বেশির ভাগ মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ও দাবি তোলেন।
আরএক্স/