মধ্যরাতে ভূমিকম্প, দিল্লি-কলকাতা কেঁপে উঠল
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, দিল্লি, পাটনা, লখনউ সহ গোটা পূর্ব ও উত্তর ভারত।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১ টা ৩২ মিনিটে ভুমিকম্পটি ঘটে। উৎস ছিল নেপাল। জানা যায়, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬•৪। ভূমিকম্পের উৎসস্থল নেপালের ধীমু এলাকায় মাটির ১০ কিলোমিটার নিচে।
কলকাতা ও সংলগ্ন এলাকার কয়েক সেকেন্ড মৃদু কম্পন অনুভূত হলেও দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে প্রায় ৪ মিনিট প্রবল কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তাঘাটে নেমে আসেন বহুতলে বাসিন্দারা।
তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, নেপালের কাঠমান্ডুর কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
মাটির গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র।
আরএক্স/