গুলিস্তানে বাসে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৬ই নভেম্বর ২০২৩


গুলিস্তানে বাসে আগুন
ছবি: সংগৃহীত

চলমান বিএনপি-জামায়াতের ডাকা টানা দুই দিনের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।


এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।


তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: বাংলামটরে বাসে আগুন


এর আগে ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ও গাজীপুর মহানগরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর রবিবার দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারাদেশে ১৯টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।


এদিকে, যারা যানবাহনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।


আরও পড়ুন: উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, এসআইসহ আহত ৩


তিনি বলেন, এখন থেকে এসব নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।


জেবি/এসবি