পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার প্রস্তাব মালিকপক্ষের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩


পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার প্রস্তাব মালিকপক্ষের
ফাইল ছবি

দেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। 


মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে।


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়।


এর আগে, মজুরি নির্ধারণে দুপুর ১২টা ২০ মিনিটে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়। শেষ হয়েছে দুপুর দেড়টায়। মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।


এসময়  তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: ৪ দিনে ভারত থেকে এলো ১১১০ টন আলু


উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গত এপ্রিলে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ২২ অক্টোবর বোর্ডের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। এর বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা প্রস্তাব দেয়।


আরও পড়ুন: পোশাক প্রত্যাহারের সংবাদ নিয়ে যা জানাল বিজিএমইএ


মালিকপক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। গাজীপুরে শুরু হওয়ায় আন্দোলন আশুলিয়া, সাভার ও ঢাকায়ও ছড়ায়।


জেবি/এসবি