গার্মেন্টসের নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তৃতীয় দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে অবরোধ চলছে। এর মধ্যেইপোশাক শ্রমিকদের আন্দোলনও চলছে। এমন পরিস্থিতিতে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। অপরদিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগও করতে দেখা গেছে তাদের।
জেবি/এসবি








