বাউল আকাইদের ৪ গানে মনির খান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩


বাউল আকাইদের ৪ গানে মনির খান
মনির খান - বাউল আকাইদ

বাউল আকাইদের গীত রচনায় ও সুরে জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান এর নতুন চারটি গানের রেকর্ডিং হলো রাজধানীর দিলু রোডের তানপুরা স্টুডিওতে। চারটি গানের মধ্যে দুটো আধুনিক গান এবং দুটো গান ফোক ধারার সৃষ্টি। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ। 


জানা যায়, ভিডিওসহ দুটো গান প্রকাশিত হবে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বাকি দুটো প্রকাশিত হবে এম কে মিউজিক ২৪ ইউটিউব চ্যানেলে।


আরও পড়ুন: জ্বরে ভুগছেন শাকিব খান


গানগুলো সম্পর্কে মনির খান বলেন, গানের কথা, সুর এবং সঙ্গীত আয়োজন খুবই গোছালো। শ্রোতারা ভালো কিছু গান শিগগিরই উপভোগ করতে পারবেন।


আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার একমাত্র আইডল: মমতাজ


গানগুলো প্রসঙ্গে বাউল আকাইদ বলেন, সঙ্গীতে পথচলায় নিজের লেখা ও সুরে অনেকের অনেক গানই করা হয়েছে তারমধ্যে মনির খানের এবারের গানগুলো আমার কাছে স্পেশাল। আমাদের শ্রোতারা নতুন করে ভালো কিছু গান পাবেন। সবসময় শ্রোতাদের ভরসায় জায়গায় আমরা নিখুঁত কারিগর হয়েই থাকতে চাই। ভালো থাকুক বাংলা গান। জয় হোক মানবতার।


জেবি/এসবি