মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩


মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩
প্রতীকী ছবি

ভারতের মুম্বাইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। সেতুর উপর দিয়ে যাচ্ছিল একটি গাড়ি, একই সময় নিচের রেললাইন দিয়ে ছুটে ছিল একটি মালগাড়ি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উপর থেকে ছুটন্ত মালগাড়ির উপর আছড়ে পড়ে গাড়িটি।


বুধবার (৮ নভেম্বর ) ভোরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  ৩ জনের। 


অন‍্যদিকে গাড়ির আঘাতে মালগাড়ির কয়েকটি বগি লাইনচ‍্যুত হয়েছে বলেও জানা গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, কিনাভালির কাছে একটি সেতুতে ওই দুর্ঘটনাটি ঘটে ভোর রাত সাড়ে ৩ টা থেকে ৪টার মধ‍্যে। মুম্বই- পনভেল রোড ধরে নেরালের দিকে যাচ্ছিল গাড়িটি। মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের উদ্দেশে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপরই সেটি সেতুর উপর থেকে আছড়ে পড়ে চলন্ত মালবাড়ির উপরে। এর ফলেই মৃত্যু হয়েছে ধর্মানন্দ গাইকড় (৪১) তাঁর দুই তুতো ভাই  মঙ্গেশ যাদব (৪৬) এবং নীতিন যাদব (৪৮) এর। দুর্ঘটনার জেরে ৩টা ৪৩ মিনিট থেকে বুধবার (৮ নভেম্বর ) ৭ টা ৩২ মিনিট পর্যন্ত  রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। 


ওই লাইন দিয়ে যাওয়ার কথা ১৭৩১৭ হুব্বল্লি- দাদার এক্সপ্রেস ট্রেনটির রুট বদলানো হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ পৌছায় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তাঁরা। কি কারণে সেতু থেকে একেবারে মালগাড়ির উপর আছড়ে পড়ল গাড়িটি তা খতিয়ে দেখা হচ্ছে।


জেবি/এসবি