তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে: ইসি সচিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩


তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, “সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি-এ বিষয়ে সিইসি বারবার বলেছেন।”


বুধবার (৮ নভেম্বর)  নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির মুখপাত্র। 


আরও পড়ুন: দিনমজুর-নিম্ন আয়ের লোকদের খুব কষ্ট হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী


মো. জাহাংগীর আলম বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে তা অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবেন। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এ সংক্রান্ত কমিশন সভাই এখনও অনুষ্ঠিত হয়নি।”


জেবি/এসবি