Logo

মৌলভীবাজার ফেসবুকে লেখালেখির ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৩, ০৩:১৮
67Shares
মৌলভীবাজার ফেসবুকে লেখালেখির ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১
ছবি: সংগৃহীত

পাশের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ

বিজ্ঞাপন

মৌলভীবাজারে ফেসবুকে নিয়ে লেখালেখির ঘটনায় রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাশের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায়  সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

নিহত রেজাউল করি পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

বিজ্ঞাপন

রেজাউল করিম নাঈমের মামা শাহরুখ মিয়া জানান গতকাল বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের বাবা চেরাগ মিয়ার সাথে পাশের বাড়ির রনির বাবা নুরুল এর সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমের বাবা ও মায়ের পর আক্রমণ চালায় । পরে নাঈম ও তার বোন এগিয়ে আসলে তাদের ওপর আক্রমণ করে। 

এক পর্যায়ে নাঈমকে নুরুল ও তার ছেলে রনিসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে আগাত করে পালিয়ে য়ায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে  গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আজ বুধবার রাত সাড়ে ৩ টার দিকে মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD