Logo

টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফা আফনানকে নেওয়া হচ্ছে ঢাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফা আফনানকে নেওয়া হচ্ছে ঢাকায়
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে গুলিবিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি ঘটলেও তার স্নায়ুবিষয়ক জটিলতা ও গুরুতর আঘাতের কারণে অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে বিকেল চারটার দিকে হুজাইফাকে অ্যাম্বুলেন্সযোগে চমেক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, শিশুটিকে নিরাপদভাবে ঢাকায় নেওয়া হয়েছে এবং সেখানে আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।

হুজাইফা আফনান উপজেলার পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

ঘটনার সূত্র অনুযায়ী, রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় শিশু হুজাইফা গুরুতর আহত হয়। শিশু আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়।

চিকিৎসকরা আশাবাদী, ঢাকায় উন্নত চিকিৎসা পেলে হুজাইফার শারীরিক অবস্থা আরও দ্রুত স্থিতিশীল হবে এবং তার পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD