Logo

তারেক রহমানের মৌলভীবাজার সফর ঘিরে মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১২ জানুয়ারি, ২০২৬, ১৮:২৬
তারেক রহমানের মৌলভীবাজার সফর ঘিরে মাঠ পরিদর্শনে জেলা বিএনপি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে জেলা বিএনপি। এই উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন দলটির জেলা পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মতিন বকস, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার ও মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমানসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সাংবাদিকদের জানান, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান মৌলভীবাজারে আসতে পারেন। ওই দিন বিকেলে সদর উপজেলার শেরপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠে একটি বিশাল জনসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পূর্বে জনসভাস্থল হিসেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হলেও তা বাতিল করে আইনপুর খেলার মাঠকে চূড়ান্ত করা হয়েছে। জনসমাবেশ সফল করতে জেলা বিএনপি ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।

ফয়জুল করিম ময়ূন বলেন, “এই জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দলের প্রচারণা কার্যক্রম শুরু হবে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”

তারেক রহমানের এই সফর ও জনসভাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় বিএনপির রাজনৈতিক তৎপরতা নতুন গতি পাবে বলে মনে করছেন দলীয় নেতারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD