জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে: কৃষিমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫০ পিএম, ১০ই নভেম্বর ২০২৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সারা দেশের মানুষ আমাদের পাশে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের (বিএনপি-জামায়াত) মোকাবিলা করব। আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।
শুক্রবার (১০ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে আছে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। যারা এটার ব্যর্থ করার চেষ্টা করছেন। তাদের বলতে চাই, আপনারা এটা করতে পারবেন না।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি প্রতিদিন হরতাল-অবরোধ দিচ্ছে। তারা গাড়িতে আগুন দেয়। যারা আগুন সন্ত্রাস করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে এদের দমন করবে।
আরএক্স/