কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩১ পিএম, ১৩ই নভেম্বর ২০২৩


কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ। ছবি: জনবাণী

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 


সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নৌ-পুলিশ জানায়, বেলা এগারোটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশটি গঙ্গামতি সংলগ্ন সৈকতর ভাসতে ছিলো। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। 


লাশটি উদ্ধারের সময় অর্ধ উলঙ্গ ছিলো। তবে ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগেও স্থানীয় মানুষ ওই এলাকায় ব্যক্তিকে ঘুরতে দেখেছে বলে জানায় পুলিশ।


কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 


আরএক্স/