আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ পিএম, ১৩ই নভেম্বর ২০২৩

পঞ্চম দফায় আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
একদফা দাবি আদায়ের আন্দলনে ধারাবাহিকতায় এবার আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে তারা।
তবে মঙ্গলবার (১৪ নভেম্বর) অবরোধ থাকছে না।
আরও পড়ুন: বিএনপির পর ৪৮ ঘণ্টার অবরোধের ডাক জামায়াতের
সোমবার (১৩ নভেম্বর) বিকালে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: মাতুয়াইলে আসিয়ান পরিবহনের আগুন
এছাড়া অন্যান্য দলের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে নতুন এই অবরোধ কর্মসূচিরর বিষয়ে জানানো হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
