৭০ জিম্মিকে মুক্তি দিতে যে প্রস্তাব দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩
প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ৭০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জিম্মি মুক্তির জন্য প্রস্তাবটি দেন।
সোমবার (১৪ নভেম্বর) সামাজিকমাধ্যমে টেলিগ্রামে এক অডিও বার্তায় উবায়দা বলেন, “কাতারি ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি শত্রুরা ৫ দিনের যুদ্ধবিরতি দেয়— সেক্ষেত্রে ৭০ জন ইসরায়েলিকে আমরা মুক্তি দেবো।”
আরও পড়ুন: দীপাবলিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯
তিনি স্পষ্ট করেন, “বিরতি বলতে আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতি বুঝিয়েছি; আর এই বিরতির সময় অবশ্যই গাজা উপত্যকার সব এলাকায় ত্রাণ মানবিক সহায়তা প্রদান করতে হবে।”
তবে এটা নিয়ে ইসরাইল কোনও মন্তব্য করেনি।
জেবি/এসবি