পদ হারালেন বিএনপির নির্বাহী কমিটির ২ নেতা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ১৫ই নভেম্বর ২০২৩

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপর ২ নেতাকে বহিষ্কারের তথ্য পাওয়া গেছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কার হওয়া দুই নেতা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং ব্যারিস্টার ফকরুল ইসলাম।
আরও পড়ুন: আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বললেন রিজভী
বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
জেবি/এসবি