আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশে টহল দিচ্ছে র্যাবের ৪৬০ দল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতেই মোতায়েন করা হয়েছে র্যাব ফোর্সেস এর ১৬০ টহল দল ।
বিজ্ঞাপন
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








