ভোটে আসলে বিএনপিকে স্বাগত জানাবে আ. লীগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মত পরির্বতন করে ভোটে আসলে বিএনপিকে স্বাগত জানাবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, “নির্বাচন কমিশন তার অর্পিতের দায়িত্ব ক্ষমতাবলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা গতকালকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা আশা করি, বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা মিনিংফুল নির্বাচন করতে সক্ষম হবে।”
আরও পড়ুন: তফসিলকে স্বাগত জানালেন রওশন এরশাদ
আ.লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্র ক্ষমতা বদলের চিন্তা করে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনে আমরা সব সময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছি।”
জেবি/এসবি