তাদের ‘ফলাফল’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩


তাদের ‘ফলাফল’
সাইফুল বারী, যাযাবর পলাশ, শামরাণ আহমেদ। ফাইল ছবি

সম্প্রতি প্রকাশ পেল 'ফলাফল' শিরোনামের ফোক ঘরানার নতুন একটি গান। এটি গেয়েছন কণ্ঠশিল্পী যাযাবর পলাশ। প্রেম-বিচ্ছেদের অসাধারণ কিছু কথা দিয়ে সাজানো হয়েছে এই গানের কথামালা। মন ছুঁয়ে যাওয়া এই গানের পঙক্তি মালা গেঁথেছেন সময়ের আলোচিত ও মেধাবী গীতিকবি সাইফুল বারী। গানটি সুর করেছেন শামরাণ আহমেদ মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই নতুন গানটি প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মিউজিক ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।


শামরাণ আহমেদ মিলন বলেন, গানটি সুর করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।


গান প্রসঙ্গে যাযাবর পলাশ জানালেন, আমি মূলত সফট মেলোডি প্যাটার্নের গানই বেশি করি, তবে এই গানের কথাগুলো দেখে গানটি গাওয়ার লোভ সংবরন করতে পারিনি। গীতিকবি সাইফুল বারী ভাই অসাধারণ লিখেন। তার গীতিকথায় এই প্রথমবার গাইলাম। আমার বিশ্বাস গানটি সকলেরই ভালো লাগবে।


গীতিকবি সাইফুল বারী বলেন, যাযাবর পলাশ ভাই আমার খুব কাছের একজন মানুষ। তবে এই প্রথম তার জন্য গান লিখা। সত্যিই অসাধারণ গেয়েছেন তিনি। আশাকরি গানটি সকলের মন ছুঁয়ে যাবে। গানটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।


আরএক্স/